দেশের ব্যান্ড জগতে অন্যতম জনপ্রিয় দল ‘শিরোনামহীন’। তারা তাদের গায়কি ও গানের কথায় গত ২৯ বছর প্রায় সব শ্রেণির শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। সেই গীতিকবিতাগুলো নিয়ে ‘গতিধারা প্রকাশনী’ থেকে প্রকাশ পেয়েছে ‘শিরোনামহীন গীতিকবিতা সমগ্র’। ‘শিরোনামহীন’র অন্যতম সদস্য সংগীতশিল্পী জিয়াউর রহমান ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
১৯৯৬ সালে জন্ম নেওয়া ‘শিরোনামহীন’ ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ অনেক জনপ্রিয় গান। দর্শক-শ্রোতা শিরোনামহীনের অ্যালবাম সংগ্রহ করেছেন, অনেকে অনলাইন থেকে শুনছেন প্রতিনিয়ত।
বইমেলা প্রাকাশিত হয়েছে ‘শিরোনামহীন গীতিকবিতা সমগ্র’
‘শিরোনামহীন’র গানের কথার সাথে নিজেদের আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্ত জড়িয়ে গেছে অনেক ক্ষেত্রে। তাদের প্রত্যেকটি গান কোনো না কোনো গল্পের কথা বলে।
Advertisement
‘শিরোনামহীন’ এবার তাদের প্রকাশিত ও অপ্রকাশিত অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’র সব গান ও এ যাবতকালের প্রকাশিত সব গানের গীতিকবিতা নিয়ে প্রকাশ করেছে ‘গীতিকবিতা সমগ্র’। বইটি অমর একুশে বইমেলার ১৭ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।
এমআই/এমএমএফ/জিকেএস