জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকির মুখে আছে। ঝুঁকি মোকাবিলায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত প্রশমন ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বিপুল অর্থ প্রয়োজন। এজন্য দেশি-বিদেশি বিভিন্ন উৎসের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে।
Advertisement
আর ঝুঁকি প্রশমনে সর্বাগ্রে জ্বালানি উৎপাদন প্রক্রিয়ায় নবায়নযোগ্য শক্তির প্রচলন ঘটাতে হবে। অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তা দিতে প্রস্তুত। তাদের সহায়তা দেশে নবায়যোগ্য জ্বালানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া: ক্লাইমেট পলিসি অ্যান্ড দ্য গ্রিন এনার্জি ট্রানজিশন‘ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা জানান।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফরি পলিসি ডায়লগ (সিপিডি) এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
Advertisement
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রায়েল বলেন, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার দীর্ঘ দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। নবায়যোগ্য জ্বালানিখাতে সহায়তা বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ককে আরও উচ্চ স্তরে নিয়ে যেতে আগ্রহী অস্ট্রেলিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এসএম/এমএইচআর
Advertisement