বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে তদন্ত করে আগামী ২৮ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
Advertisement
শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পুলিশের সাবেক অ্যাডিশনাল এসপি এবং র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার মহিদ্দিন ফারুকীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নারায়ণগঞ্জের সাতখুনসহ অসংখ্য গুম ও খুনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত। ভিকটিমদের ধরে নিয়ে আয়নাঘরে বন্দি রাখা এবং তারকাঁটাযুক্ত জুতা পরিয়ে হাটতে বাধ্য করতেন। এছাড়া গুম কমিশন তার নামে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে।
শুনানির নির্ধারিত দিনে আসামির বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিল ও তদন্তে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রসিকিউটর মো. মিজানুর রহমান, বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, আব্দুল্লাহ আল নোমান, তারেক আব্দুল্লাহ ও ব্যারিস্টার শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটররা।
Advertisement
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেফতার এসপি মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম করার অভিযোগ রয়েছে। গুমের শিকার মানুষদের তার অফিসসহ বিভিন্ন আয়নাঘরে রেখে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টারমাইন্ড। তার এ বিষয়ে স্পেশাল কোয়ালিটি আছে। আয়নাঘর উন্মোচিত হওয়ার পর ভিকটিমরা সাহসী হচ্ছেন এবং এক এক করে অভিযোগগুলো আমাদের ট্রাইব্যুনালে নিয়ে আসছেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছি।
এফএইচ/কেএএ/