ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নবগঠিত কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা রাজধানীতে বিক্ষোভ করেছেন।
Advertisement
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করে ক্ষোভ প্রকাশ করেন তারা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে অবিলম্বে যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। এ দাবিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দেন পদবঞ্চিতরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, অনেক জ্যেষ্ঠ নেতাকে কমিটিতে রাখা হয়নি। অযোগ্য ও ব্যক্তিগত পছন্দের নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
Advertisement
সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কমিটি গঠন করা হয়। অভিযোগ আছে, দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তার অনুগতদের দিয়ে কমিটি করেছেন। নয়নের বিরুদ্ধে ৫ আগস্টের পর দিলকুশায় ইসলামী ব্যাংক দখলচেষ্টার অভিযোগও রয়েছে।
কেএইচ/এমএইচআর