ক্যাম্পাস

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। তারা দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।

Advertisement

এর প্রতিবাদে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই জায়গায় এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, কুয়েটে শিক্ষার্থীদের মিছিলে হামলা জাবির ১৫ জুলাইয়ের এক অভিন্ন চিত্র। ছাত্রদলের এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলার দায়ভার তাদের কেন্দ্রীয় নেতাদের স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানাই।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশীদ জিতু বলেন, গণঅভ্যুত্থানের সাত মাস না পেরুতেই একটি ক্ষমতালোভী দল কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। যা তাদের ক্ষমতাচর্চার প্রথম ধাপ। ছাত্রদল যদি এ ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাহলে ছাত্রলীগের মতো তাদেরও ক্যাম্পাস ছাড়া করতে আমরা বিন্দুমাত্র সময় নেবো না।

Advertisement

তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে ছাত্রদলকে বলে দিতে চাই, আর যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক-শিক্ষার্থীর রক্ত ঝরে তবে লীগের চেয়েও ভয়াবহ অবস্থা হবে ছাত্রদলের। এ হামলার সঙ্গে যারা জড়িত তাদের সবার শাস্তির ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই।

সৈকত ইসলাম/জেডএইচ/এএসএম