ঢাকায় তিন দিনব্যাপী স্পেকট্রাম ব্যবস্থাপনাবিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হয়েছে। এতে ১৯টি দেশের টেলিযোাগযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক নিয়ন্ত্রক সংস্থার প্রধানসহ ২০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে এ সিম্পোজিয়ামের উদ্বোধন করা হয়।
Advertisement
সিম্পোজিয়ামের আয়োজক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে অংশ নেয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, ইরান, অস্ট্রেলিয়া, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, ভানুয়াতু, টোঙ্গো, লাওস।
দেশগুলোর টেলিযোগাযোগ ও তথ্যযোগাযোগ প্রযুক্তিবিষয়ক রেগুলেটরি সংস্থার প্রধান, টেলিকম অপারেটর, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, টেলিকম ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা রয়েছেন।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সভাপতিত্বে সিম্পোজিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব মাসনুরি কন্দ।
Advertisement
টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান বলেন, রেডিও স্পেকট্রাম দুষ্প্রাপ্য ও মূল্যবান সম্পদ, যার সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। স্পেকট্রামের যথাযথ ব্যবহার একটি দেশের সামাজিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব মাসনুরি কন্দ বলেন, জাতীয় স্পেকট্রাম কৌশল প্রণয়ন, স্পেকট্রাম ব্যবস্থাপনা ও রোডম্যাপ তৈরিসহ ভবিষ্যৎ টেকনোলজি নিয়ে সিম্পোজিয়ামে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসবে, যা সদস্য দেশগুলো রেগুলেটরি ও পলিসি প্রণয়নে কার্যকর অবদান রাখবে।
বিটিআরসি জানায়, ডিজিটাল কানেকটিভিটি ও জাতীয় স্পেকট্রাম কৌশল, প্রত্যন্ত অঞ্চলে সংযোগ বাড়ানোর জন্য স্পেকট্রাম নীতি এবং প্রযুক্তিগত বিবেচনা, ব্যান্ডউইথের চাহিদা মেটানো, রোডম্যাপ তৈরি, ভবিষ্যৎ স্পেকট্রাম ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গির ব্যবস্থাপনায় সবচেয়ে ভালো অনুশীলন ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে।
এএএইচ/এমআইএইচএস
Advertisement