বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেতে পারেন।
Advertisement
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
তারা জানান, তিন লাখ ৪৮ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদনের পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কাছে পাঠানো হবে। এরপর শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে।
আরও পড়ুনএসএসসির প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা পেছালো সহকারী শিক্ষক নিয়োগের ফল ঘোষণা হয়েছিল আইনি প্রক্রিয়া মেনেইসংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা জানান, শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে হতে পারে। এছাড়া চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ জনের কিছু বেশি শিক্ষক-কর্মচারীর বেতন আজ ছাড় হতে পারে। চতুর্থ ধাপে শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন পাবেন।
Advertisement
জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড়া হতো। বেতনের টাকা তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো। এ ভোগান্তি কমাতে গত ১ জানুয়ারি থেকে ইএফটিতে শতভাগ শিক্ষক ও কর্মচারীর বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
বর্তমানে বেসরকারি স্কুল-কলেজের তিন লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে তিন লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করেছে মাউশি। বাকিদের তথ্য-উপাত্ত সংশোধন প্রক্রিয়াধীন।
এএএইচ/কেএসআর
Advertisement