একুশে বইমেলা

বইমেলায় শাহ্ হামজার ‘খলনায়ক’

গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শাহ্ হামজা। অনেকে শুধু তাকে গায়ক হিসেবেই চেনেন। তবে তিনি একজন লেখকও। গানের মতোই তার লেখনী গভীর, চিন্তাধারা সুস্পষ্ট এবং অনুভূতির প্রকাশ অনবদ্য। বইমেলায় প্রকাশিত হলো তার লেখা বই ‘খলনায়ক’। সপ্তর্ষি প্রকাশনীর ৪২৬-৪২৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

Advertisement

বই প্রসঙ্গে শাহ্ হামজা বলেন, ‘বইটি শুধু একটি গল্প বা কবিতার সংকলন নয় বরং এটি একটি যাত্রা—একজন শিল্পীর সংগ্রাম, প্রেম, বিশ্বাসঘাতকতা, সমাজ, দেশ এবং আত্মপরিচয়ের সন্ধানের গভীর এক অনুরণন।’

আরও পড়ুন বইমেলায় মাসুম আওয়ালের দুটি বই বইমেলায় কবি যোবায়ের শাওনের ‘রাষ্ট্র বনাম অ্যামিবা’

তিনি বলেন, ‘খলনায়ক’ মূলত এক বাস্তব জীবননির্ভর সাহিত্যকর্ম। যেখানে ফুটে উঠেছে জীবনসংগ্রাম, ভালোবাসা, বিচ্ছেদ, পরিবার, সমাজ, দেশপ্রেম এবং ক্ষমতার দখলদারত্বের গল্প।’

লেখক আরও বলেন, ‘বইতে উঠে এসেছে এক প্রবাসী যোদ্ধার আত্মকথা। ১৯৯১ সাল থেকে বর্তমান পর্যন্ত লেখা অসংখ্য গান, কবিতা ও গল্পের সংকলন মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য সাহিত্যিক দলিল।’

Advertisement

শাহ্ হামজা সর্বশেষ ‘যে কথা বলা হয়নি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন। এরই মধ্যে গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানান তিনি।

এসইউ/এএসএম