ক্যাম্পাস

জাবির ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৯ দিনব্যাপী ভর্তি পরীক্ষার শেষ দিনের পরীক্ষা শুরু হয়েছে। শেষ দিনে ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এবং ‘বি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা চলছে।

Advertisement

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ‘সি-১’ ইউনিটের ভর্তিচ্ছুদের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। শেষ দিনে চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় শিফটে অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রীদের পরীক্ষা। চতুর্থ শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘সি-১’ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) ৬৪টি আসনের বিপরীতে পরীক্ষায় বসছেন ৫ হাজার ৫০৪ জন শিক্ষার্থী। এতে আসন প্রতি লড়বেন ৮৬ জন। ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী।

এর মধ্যে ছাত্র ১০ হাজার ৮৫৮ জন এবং ছাত্রী ১২ হাজার ৯১৯ জন। এই ইউনিটে আসনপ্রতি প্রায় ৭৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবেন।

Advertisement

ভর্তি পরীক্ষার সার্বিক তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (juadmission.org) পাওয়া যাবে।

সৈকত ইসলাম/এফএ/জেআইএম