ক্যাম্পাস

শেকৃবি শাখা ছাত্রশিবিরের প্রকাশনা উৎসবের ঘোষণা

বুদ্ধিবৃত্তিক কল্যাণ সাধন এবং জ্ঞানের পরিব্যাপ্তি বৃদ্ধির লক্ষ্যে প্রকাশনা উৎসব উদযাপনের ঘোষণা দিয়েছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

Advertisement

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় ছাত্রশিবির, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পেজ থেকে দেওয়া শাখা শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুবাশ্বির সালেহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে সামনে আসে শেকৃবি শাখা ছাত্রশিবির সভাপতি, সেক্রেটারি ও প্রচার ও প্রকাশনা সম্পাদকের পরিচয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক কল্যাণ সাধন এবং জ্ঞানের পরিব্যাপ্তি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শেকৃবি শাখা বুধবার ও বৃহস্পতিবার (১৯ ও ২০ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে ‘প্রকাশনা উৎসব-২০২৫’ আয়োজন করবে।

আরও পড়ুনএটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জামায়াত আমিরেরআগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক: রিজভী

আরও উল্লেখ করা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান ও সেক্রেটারি মেহেদী হাসান নাঈম এর অনুমোদনক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

জানা যায়, শাখা শিবির সভাপতি মো. আবুল হাসান এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈম কৃষি অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুবাশ্বির সালেহীন বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

এমআরএম/জেআইএম