আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন জার্সি পরে খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ নতুন জার্সির ডিজাইন উন্মোচন করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে। এক ভিডিওর মাধ্যমে নতুন জার্সি তুলে ধরা হয়।
Advertisement
জাতীয় দলের জার্সি যে রংয়ের হয়ে থাকে, মূলত এবারও সেই রংয়ের জার্সিই পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। জার্সির নিচের অংশে আঁকা হয়েছে জাতীয় ক্রিকেট দলের প্রতীক বাঘের প্রতিকৃতি বা মুখায়বব। বুকের ওপর লেখা হয়েছে ‘বাংলাদেশ’। বাম কোনে উতকীর্ণ করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের লোগো। জার্সির হাতায়ও বাঘের মুখের আকৃতি তুলে ধরা হয়েছে। হাতার প্রান্তসীমায় রাখা হয়েছে সোনালী রঙ।
জার্সি উন্মোচনের ভিডিওতে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, নাহিদ রানা, তানজিম হাসান ও নাসুম আহমেদসহ স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারকেই।
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে এবারের চ্যাম্পিয়নস ট্রফির। বাংলাদেশের প্রথম ম্যাচ পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে। রাউয়ালপিন্ডিতে পরের দুই ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।
Advertisement
আইএইচএস/