সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের পশ্চিম বন্দে আস্তমা ও কামরূপদলং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে আস্তমা গ্রামের কৃষক বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খাওয়ায় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর থেকে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করে। যা রোববার সকালে সংঘর্ষে পরিণত হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, আহতের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস
Advertisement