আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে অর্থায়ন বাতিল করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে বরাদ্দ ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের (৩৫১ কোটি টাকা প্রায়) সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই)।

দিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে ৪ শিশুসহ ১৮ জনের মৃত্যু

ভারতের নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ সৃষ্টি হওয়া অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও চারজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন এলএনজেপি হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা।

ভারতকে এফ-৩৫ দিলে দ. এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে: পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, এ ধরনের পদক্ষেপ এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা আরও তীব্র করবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘ মেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় এ পদক্ষেপ বাধা হয়ে দাঁড়াবে।

Advertisement

নেতানিয়াহুর সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার (১৬ ফেব্রুয়ারি) জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। ইসরায়েল ও হামাসের মধ্যে শেষবারের জিম্মি-বন্দী বিনিময়ের একদিন পর তিনি মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহে কাতারের রাজধানী দোহায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে বসতে চলেছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ইউরোপীয় নেতারা ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসার কথা জানালেন।

আমেরিকায় ডিমের দামে সর্বকালের রেকর্ড, বাড়তে পারে আরও

যুক্তরাষ্ট্রে চলমান বার্ড ফ্লু প্রাদুর্ভাবের কারণে ডিমের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্য বলছে, গত জানুয়ারিতে মার্কিন শহরগুলোতে এক ডজন গ্রেড-এ ডিমের গড় দাম ৪ দশমিক ৯৫ ডলারে পৌঁছায়, যা দুই বছর আগের ৪ দশমিক ৮২ ডলারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত আগস্টে এই দাম ছিল মাত্র ২ দশমিক ০৪ ডলার।

সমর্থনের বিনিময়ে ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদ চায় যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অর্ধেকটা পেতে চায় যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসনের প্রবল চাপ সত্ত্বেও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ। জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের বিরল খনিজ সম্পদের অর্ধেক অংশ মার্কিন কোম্পানিগুলোর কাছে হস্তান্তর করার একটি খসড়া চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন।

Advertisement

ট্রাম্প কেন সৌদি আরবে পুতিনের সঙ্গে দেখা করতে চান?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খোঁজার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে বৈঠক করতে পারেন তিনি। এরপর অনেকের মনেই প্রশ্ন এসেছে, তিনি কেন এমন একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের সম্ভাব্য স্থান হিসেবে উপসাগরীয় দেশটিকে বেছে নিলেন।

যে ব্যক্তি দেশকে রক্ষা করে, সে আইন ভাঙতে পারে না: ট্রাম্প

ফ্রান্সের তৎকালীন সেনাপ্রধান নেপোলিয়ন বোনাপার্ট ১৮০৪ সালে নিজেকে দেশটির সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন। সেসময় দেওয়া এক ভাষণে একবার বলেছিলেন, যা কিছু দিয়ে দেশকে কিছু রক্ষা করা যায়, সেসব অবৈধ নয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) নেপোলিয়নের এই উক্তিকে অনুসরণ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, যিনি দেশকে রক্ষা করছেন, তিনি কখনো আইন বহির্ভূত কোনো কাজ করতে পারেন না।

ইসরায়েলি কর্তৃপক্ষের পরানো টি-শার্ট পুড়িয়েছেন ফিলিস্তিনিরা

ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া টি-শার্ট পুড়িয়ে ফেলেছেন মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। মুক্তি দেওয়ার আগে তাদের এসব টি-শার্ট পরিয়ে দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। নিজ ভূমিতে ফিরে এই ‘অপমানজনক’ টি-শার্ট পুড়িয়ে ফেলেন ফিলিস্তিনিরা।

এসএএইচ/জিকেএস