ভোলার লালমোহনে মহিষের শিংয়ের আঘাতে আব্দুর রব (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লঙুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল রব ওই এলাকার মো. ইসলামের ছেলে।
Advertisement
স্থানীয়রা জানায়, আব্দুর রব দীর্ঘদিন ধরে মহিষ পালন করেন। সন্ধ্যায় হঠাৎ তার একটি মহিষ শিং দিয়ে আব্দুর রবকে আঘাত করে। এতে নাড়ি-ভুঁড়িসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়। পরে স্থানীয়রা টর্চলাইট দিয়ে এগিয়ে এলে মহিষটি সরে যায়। এরপর স্থানীয় আব্দুর রবের কাছে আসলে দেখেন তার ক্ষত-বিক্ষত মরদেহ পরে রয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস
Advertisement