আমরা যদি দুর্নীতিমুক্ত না হই তাহলে যত কথাই বলি সবই অসার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
Advertisement
দেশে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে তার একটা উদাহরণ টেনে প্রধান উপদেষ্টা বলেন, কাজের লোক ভুয়া চিকিৎসকের সার্টিফিকেটে চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই: প্রধান উপদেষ্টা জন্মনিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে মনে হয় না: প্রধান উপদেষ্টাসম্প্রতি আরব আমিরাত সফরকালে এক অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সফরকালে সংযুক্ত আমিরাতের শীর্ষ ব্যক্তিরা বলেন, তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না। এত ভুয়া। কাজের লোক ডাক্তারের (চিকিৎসকের) সার্টিফিকেট নিয়ে এসেছে। আমরা জলজ্যান্ত দেখতে পাচ্ছি সে ডাক্তার হতে পারে না। কিন্তু সে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি করতে এসেছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
Advertisement
দুর্নীতি থেকে মানুষ বের হয়ে আসছে মন্তব্য করে তিনি বলেন, এটা অসম্ভব কিছু নয়। এজন্য শুধু চেষ্টা ও প্রতিজ্ঞার দরকার। দুর্নীতিমুক্ত না হয়ে যত কথাই বলি তা সবই অসার। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে, শিগগির হতে হবে। অপেক্ষা করলে হবে না।
এমইউ/কেএসআর/জিকেএস