জাতীয় ভলিবল দলে লম্বা একটা সময় কোচ ছিলেন ইরানের আলি পৌর আরোজি। ২০১৬ সাল থেকে গত বছর জুন পর্যন্ত কাজ করে বাংলাদেশকে সাফল্যও এনে দিয়েছেন তিনি। এই কোচের সাথে সর্বশেষ যে চুক্তি ছিল সেই মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন করা হয়নি। বাংলাদেশ ভলিবল ফেডারেশন আবার বিদেশি কোচ নিয়োগ দিতে যাচ্ছে।
Advertisement
তবে এবার আর আরোজিকে বিবেচনায় আনছে না ফেডারেশন। সেপ্টেম্বর ও অক্টোবরে দুটি টুর্নামেন্টে সামনে রেখে ভলিবল ফেডারেশন কোচ পেতে চাইছে ব্রাজিল বা আর্জেন্টিনা থেকে। এই দুই দেশেই কোচের জন্য চিঠি লিখেছে ফেডারেশন। সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু রোববার জানিয়েছেন জাগো নিউজকে।
সেপ্টেম্বরে মালদ্বীপে বসবে উইমেন্স ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের বাংলাদেশকে দল পাঠাতে অনুরোধ করেছে। বাংলাদেশ ভলিবল ফেডারেশন দল পাঠাবে। টুর্নামেন্টের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ‘আমাদের মেয়েরা অনেকদিন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে না। তাই তাদের এই টুর্নামেন্টে আমরা পাঠাবো’- বলেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু।
আগামী অক্টোবর মাসে ঢাকায় বসবে কাভা (সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন) মেন্স চ্যাম্পিয়নশিপ। তারিখ নির্ধারণ হয়েছে ১১ থেকে ২১ অক্টোবর। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টোডয়ামে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের বড় আকর্ষণ হবে ভারত ও পাকিস্তানের অংশগ্রহণ। এছাড়া অংশ নেবে আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, উজবেকিস্তান, শ্রীলংকা, কিরগিজস্তান ও স্বাগতিক বাংলাদেশ।
Advertisement
কেবল আয়োজন ও দল পাঠানোই নয়, বাংলাদেশ দুই টুর্নামেন্টে যাতে ভালো ফলাফল করতে পারে তার জন্য আলি পৌর আরোজির চেয়েও ভালো মানের কোচ নিয়োগ দিতে চাইছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।
‘আমাদের বিদেশি কোচ নিয়োগ দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে। তাই এরই মধ্যে আমরা কোচের জন্য বিভিন্ন দেশের সাথে কথা বলেছি। আমরা চাইছি আরোজির চেয়েও ভালো মানের কোচ নিয়োগ দিতে। আমরা কোচ নিয়োগে জোর দিচ্ছি ব্রাজিল ও আর্জেন্টিনায়। এই দুই দেশের যে কোনো একটি জায়গা থেকে কোচ পেলে আশা করি ভালো হবে। ঈদের পরপরই আমরা ছেলে ও মেয়েদের অনুশীলন শুরু হবে’- বলেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক।
আরআই/আইএইচএস/
Advertisement