সারাবিশ্বে প্রতিনিয়ত কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এবার মেটা আরও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপে।
Advertisement
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেই ব্যবহারকারীরা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপের লেটেস্ট বিটা ভার্সনে এই ফিচার এরই মধ্যে দেখা গিয়েছে বলে শোনা গিয়েছে। তবে এখনও হোয়াটসঅ্যাপ সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
আপাতত এই ফিচার নিয়ে কাজ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। আর সেই জন্যই বিটা টেস্টাররাও এখনো হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের সুবিধা পাননি। ইউজারদের সুবিধায় প্রায়ই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ সংস্থা।
অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই মাধ্যমেই হোয়াটসঅ্যাপের একাধিক নতুন ফিচার লঞ্চ হয়েছে বিগত কয়েক বছরে। তার মধ্যে বেশ কয়েকটি ব্যবহারকারীদের জন্য খুবই প্রয়োজনীয়। এবার আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এই নতুন ফিচার।
Advertisement
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো সূত্রে জানা গিয়েছে, মেটার এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম আপাতত এমন এক ফিচার নিয়ে কাজ করছে যা চালু হলে ব্যবহারকারীরা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন। তার ফলে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের কনট্যাক্টে থাকা ব্যক্তিরা সহজে ওই ইউজারের সঙ্গে ইনস্টাগ্রামেও যুক্ত হতে পারবেন।
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না নতুন বছরে একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এমএস
Advertisement