তথ্যপ্রযুক্তি

নতুন বৈদ্যুতিক গাড়ি আনছে স্কোডা

প্রতিনিয়তই বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। বড় কোম্পানির পাশাপাশি ছোট কোম্পানিগুলোও সাধ্যের মধ্যে বৈদ্যুতিক গাড়ি আনছে বাজারে। এবার জনপ্রিয় গাড়ি ব্র্যান্ড স্কোডা তাদের নতুন বৈদ্যুতিক এসইউভি আনছে বাজারে।

Advertisement

চেক রিপাবলিকের এই সংস্থা এর আগেও বেশ কয়েকটি বৈদ্যুতিক গাড়ি এনেছে বাজারে। স্কোডার এই নতুন এসইউভি হতে পারে এনিয়াক। এরপর আসতে পারে এলরক।

স্কোডার এই এসইউভি দেখতে শার্প এবং এর দৈর্ঘ্য প্রায় ৪.৪৯এম। এই বৈদ্যুতিক এসইউভিটি এমইবি আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেখানে ৫২, ৫৯ এবং ৭৭কেডব্লিউএইচ ব্যাটারি প্যাক সহ তিনটি ব্যাটারি প্যাকের অপশন রয়েছে। এখানে যে পাওয়ার পাওয়া যায় তা মাহিন্দ্রা বিই-এর সঙ্গে মেলে। এই গাড়িতে ২৮০বিএইচপি-এ শক্তি রয়েছে, যা কিছু কমপ্যাক্ট ইভি এসইউভি-এর থেকেও বেশি।

স্কোডা এনিয়াকের ডিজাইন আধুনিক ও ফিউচারিস্টিক। এটি একটি ক্রিস্টাল ফ্রন্ট গ্রিল, এলইডি হেডলাইট এবং ডায়নামিক লাইনের কারণে দেখতে বেশ আকর্ষণীয়।

Advertisement

ইন্টেরিয়র ডিজাইনেও রয়েছে বেশ কিছু চমক। যেমন- ১২-১৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, ভয়েস কন্ট্রোল ও জেসচার কন্ট্রোল, ডিজিটাল ককপিট, আরামদায়ক লেদার ও সুইড ফিনিশিং, অ্যাম্বিয়েন্ট লাইটিং, প্যানোরামিক সানরুফ।

স্কোডা এনিয়াক অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি উন্নত সুরক্ষা ব্যবস্থা নিয়ে আসে। অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, লেন-কিপিং অ্যাসিস্ট, অটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিং, পার্কিং অ্যাসিস্ট, ট্রাফিক সাইন রিকগনিশন পাবেন।

গাড়িতে পাবেন অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, স্কোডা কানেক্ট অ্যাপ, রিমোট কন্ট্রোল ও গাড়ির লোকেশন ট্র্যাকিং। মাত্র ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে পুরো চার্জ হয়ে যাবে স্কোডার নতুন বৈদ্যুতিক এসইউভিটি। স্কোডা এনিয়াকের মূল্য ইউরোপে প্রায় ৪০ হাজার ইউরো থেকে শুরু হয়, যা নির্ভর করে ভ্যারিয়েন্ট ও কনফিগারেশনের ওপর।

আরও পড়ুনগাড়িতে মরিচা ধরা রোধ করবেন যেভাবেনতুন বৈদ্যুতিক গাড়ি আনছে হুন্দাই

সূত্র: স্কোডা অটো

Advertisement

কেএসকে/জেআইএম