তথ্যপ্রযুক্তি

নাবালক সন্তানের ইনস্টাগ্রামের কন্ট্রোল আপনার হাতে

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। সব বয়সি ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামের।

Advertisement

তবে নাবালক বা ১৮ এর কম বয়সিদের জন্য মেটা বিভিন্ন ব্যবস্থা রেখেছে। যেন শিশুরা কোনোভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে বিপথে চলে না যায়। এজন্য নানান বিধিনিষেধও রেখেছে মেটা।

এজন্য অনেকেই বয়স বাড়িয়ে অ্যাকাউন্ট খুলতো। কিন্তু এবার থেকে প্রমাণ হিসেবে দিতে হবে নথি। ফলে আর মিথ্যা বলার সুযোগ নেই। নথি অনুযায়ী বয়স ১৬ বছরের কম হলে অ্যাকাউন্টের কন্ট্রোল চলে যাবে অভিভাবকদের হাতে। এছাড়াও কিছু বিধিনিষেধের মধ্যেই অ্যাপ ব্যবহার করতে পারবেন অপ্রাপ্তবয়স্করা।

অভিভাবকরা ছেলে-মেয়ের অ্যাকাউন্ট অ্যাকসেস করতে পারবেন। তারা কার সঙ্গে কথা বলছে। তা দেখতে পাবেন। যদিও কী কথা হয়েছে, তা দেখা যাবে না। সন্তান কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করবে, তা ঠিক করতে পারবেন তারা।

Advertisement

এমনকি অভিভাবকরা চাইলেই নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করতে পারবেন সন্তানের ইনস্টাগ্রাম। যা সন্তানদের জন্য কার্যকরী হবে বলেই মনে করছে সংস্থা।

আরও নতুন যেসব ব্যবস্থা আনছে মেটা-

>> এই অ্যাকাউন্টগুলো শুরু থেকেই প্রাইভেট থাকবে। ফলোয়াররা অনুমতি না পেলে ফলো করতে পারবে না।>> মেসেজিং ফিচারেও থাকবে বদল। শুধু পরিচিত ও ফলোয়াররাই মেসেজ করতে পারবেন।>> সংবেদনশীল কন্টেন্ট যাবেই না কিশোর-কিশোরীদের প্রোফাইলে।>> একঘণ্টার বেশি একটানা অ্যাপ ব্যবহার করতে পারবে না কেউ। একঘণ্টা ইনস্টা চালু থাকলে অ্য়াপটি বন্ধ করার নির্দেশ দেওয়া হবে।>> রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত অটোমেটিক স্লিপ মোডে চলে যাবে অ্যাপটি।

আরও পড়ুনইনস্টাগ্রামে ভিডিও কল করবেন যেভাবেইনস্টাগ্রাম রিলে ভিউ বাড়াবেন যেভাবে

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/জেআইএম

Advertisement