আয়নাঘরের চেয়ারটি শক দেওয়ার জন্য নয়, সেখানে কাউকে বসিয়ে ঘোরানো হতো বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
Advertisement
তিনি বলেন, আয়নাঘরের টর্চার কেন্দ্রের অনেক আলামত নষ্ট করা হয়েছে, কিছু আলামত সংগ্রহ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আয়নাঘর সম্পর্কে তাজুল ইসলাম বলেন, গত ১৫ বছর ধরে সাবেক সরকার সিস্টেমেটিক পদ্ধতিতে বাংলাদেশের ভিন্ন মতকে দমন করার জন্য, গোপনে বন্দি ও গোপনে নির্যাতন যে একটি সংস্কৃতিতে পরিণত করেছিল, সেটা উন্মোচিত হয়েছে। যে বীভৎসতার চিত্র দেখেছি, তা কল্পনা করা যায় না। আমরা দেখেছি এই নির্যাতন কেন্দ্রের আলামত বিনষ্ট করা হয়েছে। যেখানে ঝোলানো হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। যারা নির্যাতন কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত ছিল, আমরা তাদের বিচারের মুখোমুখি করতে চাই।
Advertisement
আরও পড়ুন
আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা র্যাবে আয়নাঘর ছিল, গুম-খুনসহ সব অভিযোগের বিচার হবে: ডিজি আয়নাঘর ছিল শেখ হাসিনার ভয়ংকর হাতিয়ারবিচার সম্পর্কে চিফ প্রসিকিউটর বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচার তাদের নিজস্ব আইনে করা যায় কি না, এমন কথা উঠছে। সুস্পষ্টভাবে বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩, সংবিধান দ্বারা সুরক্ষিত। আইনটির সব আইনের ওপরে বিশেষ মর্যাদা আছে। এই আইনে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীনে যেসব অপরাধ আছে তার বিচার করা যায়।
তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনীর আইনে, র্যাব, বিজিবির কোনো আইনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করার কোনো ব্যবস্থা রাখা হয়নি। সুপিরিয়র রেসপনসিবিলিটি ও কমান্ড রেসপনসিবিলিটির বিচার এসব আইনে করার সুযোগ নেই। সুতরাং বাহিনীর মধ্যে থেকে যারা এসব অপরাধ করেছেন, তাদের বিচার করার উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আসামিদের গ্রেফতারের বিষয়ে তাজুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আমরা রাষ্ট্রকে, আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো–নির্দ্বিধায় আদালতের আদেশগুলো তারা যেন পালন করেন। সব বাহিনী, সব ব্যক্তিকে বলবো বিচারব্যবস্থায় সাহায্য করা আপনাদের দায়িত্ব। কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান কখনো রাষ্ট্র ও জনগণের ওপরে হতে পারে না। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে হতে পারে না। আমি অনুরোধ করবো সরকার যেন জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে।
Advertisement
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। তবে দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই অপরাধে দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আইনে আছে। সে ক্ষেত্রে দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা বা অভিযোগ নিয়ে কাজ করার সুযোগ আছে। সেটি ভবিষ্যতে করা হবে কি না, আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। তবে অভিযোগ তথ্য-প্রমাণাদি এখনো পর্যন্ত বিদ্যমান আছে। প্রয়োজন হলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
এফএইচ/ইএ