কক্সবাজারের উদ্দেশ্যে ভ্রমণের কথা বলে চট্টগ্রাম থেকে মাইক্রোবাস ভাড়া নিয়ে চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
Advertisement
ঘটনার পর বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চালককে পাহাড় থেকে উদ্ধার করা হয়।
চালক আলী হোসেন বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার ফিসারিঘাট যাওয়ার কথা বলে ভাড়ায় ৭-৮ জন যুবক আমার মাইক্রোতে উঠে। এরপর সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে রওনা হয়ে চকরিয়ার ফাঁসিয়াখালী এলে সড়কের পাশে একটি নির্জন এলাকায় নিয়ে গাড়ি থামায় তারা। এসময় ছুরি ও ধারালো অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে মারধর করে। এরপর হাত-পা ও মুখ বেঁধে রামুর রাবার বাগানের গহীন পাহাড়ে নিয়ে গাছের সঙ্গে বেঁধে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পরে একটি গ্যাস লাইটারের সাহায্যে হাতের বাধন খোলার রামু স্টেশনে আসি। স্থানীয়দের বিষয়টি জানাই।
Advertisement
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, রাতে খবর পেয়ে পুলিশ ভিকটিমকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এরপর গাড়ির বিষয়ে জেলা এবং আশপাশের বিভিন্ন থানায় অবগত করা হয়।
ওসি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে খবর আসে, কক্সবাজার পৌরসভার নুনিয়ারছরায় ওই মাইক্রোবাস পড়ে আছে। এরপর অভিযান চালিয়ে দুপুর ৩টার দিকে গাড়িটি উদ্ধার করে রামু থানায় নিয়ে আসা হয়।
সায়ীদ আলমগীর/জেডএইচ/জেআইএম
Advertisement