কোটা সংস্কার আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৭২ নেতাকর্মীর নামে মামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।
Advertisement
বুধবার (১৩ ফেব্রুয়ারি) জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ইংরেজি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন।
ফেরদৌস রহমান টাঙ্গাইলের ভূঞাপুর থানার রাউৎবাড়ি এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের আাবাসিক শিক্ষার্থী।
মামলায় জাবি শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪২ ব্যাচের সাবেক শিক্ষার্থী আখতারুজ্জামান সোহেলকে প্রধান এবং সাবেক সাধারণ সম্পাদক ও দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান লিটনকে দুই নম্বর আসামি করা হয়েছে।
Advertisement
বাদী ফেরদৌস রহমান বলেন, শেখ হাসিনা পালানোর ছয় মাস পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আইনের মাধ্যমে ছাত্রলীগকে বিচারের আওতায় আনার দাবি সাধারণ শিক্ষার্থীরাও করে আসছেন। সেই জায়গা থেকে জাবি ছাত্রদল এই উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম সিদ্দিকী বলেন, তদন্তসাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সৈকত ইসলাম/এসআর/জেআইএম
Advertisement