গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নাম পরিবর্তন করে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ শাখা) মোহাম্মদ আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ১৩ বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে গেজেট জারিএর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) অধ্যাদেশটি জারি করে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।
গণঅভ্যুত্থানে দেশছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট জারি হয়েছে। এদের মধ্যে অন্যতম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
Advertisement
আমিনুল ইসলাম/এসআর/জেআইএম