জাতীয়

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া।

Advertisement

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শাহজাহান মিয়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

আরও পড়ুনসৌদি আরব-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমানছয় বছরের মধ্যে উন্নয়ন বাজেটের সবচেয়ে কম টাকা খরচ

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস পালিয়ে যান। এরপর ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নজরুল ইসলামকে ডিএসসিসির প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গত ৬ জানুয়ারি তাকে পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়।

Advertisement

আরএমএম/কেএসআর/জেআইএম