বর্তমানে ইয়ারবাডস সবারই খুব পছন্দ। ছোট্ট চার্জিং কেস সমেত এদিক-ওদিক নিয়ে যাওয়াও সহজ। পোশাকে একটা প্যাকেট কিংবা ব্যাগে অল্প একটু জায়গাই যথেষ্ট। বিভিন্ন সংস্থা তাদের ইয়ারবাড বাজারে আনছে।
Advertisement
সম্প্রতি জেব্রোনিক্স সংস্থা একটি নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে। অন্যান্য ইয়ারবাডসের থেকে এই ডিভাইসের ডিজাইন বেশ কিছুটা আলাদা। কারণ এখানে ইন-ইয়ার নয় বরং রয়েছে ওপেন-ইয়ার ডিজাইন। কানের পেছনের অংশ দিয়ে অনেকটা হুকের মতো সেট হয়ে যাবে এই ইয়ারবাডস। মূল অংশ যুক্ত থাকবে কানের ছিদ্রের সঙ্গে। ফলে কান থেকে খুলে পরার কোনো সম্ভাবনা থাকবে না।
জেব পডস ও, জেব্রোনিক্স সংস্থার নতুন ওপেন ইয়ার ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে রয়েছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি। এই প্রথম জেব্রোনিক্স সংস্থা ভারতে লঞ্চ করল ওপেন ইয়ার ডিজাইনের ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন।
এই ইয়ারবাডসে রয়েছে একটি কোয়াড মাইকের সেটআপ। সেখানে ইউজাররা পাবেন এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। তার ফলে স্পষ্ট শব্দ শোনা যাবে। আশপাশের আওয়াজে অসুবিধ আহবে না।
Advertisement
ব্লুটুথ ৫.৪ সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। জেব পডস ও একসঙ্গে দুটো ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে। জেব্রোনিক্স সংস্থা দাবি করেছে, তাদের নতুন ইয়ারবাডস স্প্ল্যাশ প্রুফ, অর্থাৎ পানিতে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না।
জেব পডস ও ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস ছাড়া প্রায় ১০ ঘণ্টা চালু থাকবে। আর চার্জিং কেস সমেত চলবে প্রায় ৪০ ঘণ্টা। মাত্র ১০ মিনিট চার্জ দিলে প্রায় ৯০ মিনিটের প্লেব্যাক টাইম পাওয়া যাবে এই ইয়ারবাডসে। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে।
জেব পডস ও ইয়ারবাডসের ওজন ৬৯ গ্রাম। অর্থাৎ ওজনে এই ইয়ারবাডস বেশ হালকাই হবে। কালো এবং সবুজ রঙের অপশনে পাওয়া যাবে এই ইয়ারবাডস। ভারতে এই ইয়ারবাডসের দাম ১ হাজার ৬৯৯ রুপি।
আরও পড়ুন টাচ কন্ট্রোল সাপোর্ট পাবেন এই ইয়ারবাডে ৪২ ঘণ্টা টানা ব্যবহার করা যাবে রেডমির নতুন ইয়ারবাডসূত্র: গ্যাজেট ৩৬০
Advertisement
কেএসকে/এএসএম