বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ চার শ্রমিককে ঢাকার জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
Advertisement
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এর আগে সন্ধ্যায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন রুবেল (২২), মানিক (৩০), মামুন (২৫) ও সম্পদ আলী (২৮)। এদের মধ্যে রুবেলের শরীরের ৬৫ শতাংশ, মানিকের ৬০, মামুনের ৬৬ ও সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে।
আরও পড়ুন কীর্তনখোলায় জ্বালানি তেলের ট্রলারে বিস্ফোরণ: নিখোঁজ ২জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, বরিশাল থেকে দগ্ধ হয়ে চার শ্রমিক আমাদের এখানে এসেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
Advertisement
তিনি বলেন, সবার শ্বাসনালী পুড়ে গেছে। চারজনকে হাইডিপেন্ডেসি কেয়ার (এইচডিইউ) ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাজী আল-আমিন/বিএ/এএসএম