দেশজুড়ে

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো নারীর

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী (৩০) নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচরের পাঁচ্চর বাজার সংলগ্ন মাদবরেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী ট্রেনের ধাক্কায় সন্ধ্যার দিকে পাঁচ্চর এলাকার রেললাইনে এক নারী মারা যান। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘আমরা খবর পেয়েছি। যেহেতু ট্রেনে কাটা পড়ে মারা গেছে, তাই বিষয়টি রেল পুলিশ দেখবে। আমরা রেল পুলিশকে অবগত করেছি।’

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এএসএম

Advertisement