দেশজুড়ে

বগুড়ায় জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শুভলী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

তারা হলো- শুভলী উত্তরপাড়া গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (৪) ও একই গ্রামের প্রতিবেশী ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।

স্থানীয় ও মৃতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে দুই শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে জলাশয়ের পানিতে ডুবে তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় ওই দুই শিশু বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের জলাশয়ে প্রথমে শিশু ছামিহার মৃতদেহ ভেসে ওঠে। পরে ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর আরেক শিশু রবিউলের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা। পাশাপাশি তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

এলবি/আরএইচ/জিকেএস