জাতীয়

ভোটার তালিকা প্রস্তুত-মুদ্রণ-বিতরণে লাগবে ৬৯ কোটি টাকা

আগামী (২০২৫-২৬) অর্থবছরে ভোটার তালিকা প্রস্তুত, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণে ৬৯ কোটি টাকার চাহিদা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অর্থবছরের পাশাপাশি পরবর্তী দুই অর্থবছরের জন্যও বরাদ্দ চেয়েছে ইসি।

Advertisement

নির্বাচন কমিশনের তিন অর্থবছরের মধ্যমেয়াদি বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে ইসির চাহিদাপত্র পাওয়া গেছে।

বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে জানা যায়, ভোটার তালিকা প্রস্তুতকরণ কার্যক্রম, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণ এবং নির্বাচন ক্যালেন্ডার অনুযায়ী ভোটার তালিকা খাতে ২০২৫-২৬ অর্থবছরে ৬৯ কোটি ২৫ লাখ ৫ হাজার টাকা চেয়েছে ইসি। ২০২৬-২৭ অর্থবছরে ৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে ৭৩ কোটি ৪৪ লাখ ১৬ হাজার টাকার সংস্থান রাখা হলো।

আরও জানা যায়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের বাজেটে ২০২৫-২৬ অর্থবছরে ৭০ কোটি ৮০ লাখ ১০ হাজার, ২০২৬-২৭ অর্থবছরে ৩৩ কোটি ৫৮ লাখ ৭১ হাজার এবং ২০২৭-২৮ অর্থবছরে ৪০ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকার সংস্থান রাখা হলো।

Advertisement

এমওএস/এমএএইচ/জেআইএম