বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর থেকে ব্যাগভর্তি পাঁচটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের খান বাড়ির পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এসময় খান বাড়ির নারীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Advertisement
শাওন খান/এসআর/জিকেএস