উত্তর সিকিমে তিস্তা নদীর ওপর নির্মিত সঙ্কলাং সেতু ভেঙে পড়েছে। একটি মালবোঝাই লরি পার হওয়ার সময় সঙ্কলাং সেতুতে এই বিপত্তি ঘটে।
Advertisement
৬০ মিটার দীর্ঘ ওই সেতু ভেঙে পড়ায় অসুবিধায় পড়েছেন প্রচুর মানুষ। লাচেন এবং লাচুং এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। আটকে পড়েছেন অনেক পর্যটকও। তাদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
সিকিম সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সেতু ভেঙে যাওয়ায় মঙ্গন এবং আপার জঙ্গু এলাকায় যানজট শুরু হয়েছে।
তিস্তার ওপর তৈরি পুরনো সেতু ভেঙে যায় গত বছরের জুন মাসে। ওই সময়ে অতিবৃষ্টিতে বিধ্বস্ত হয় উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। সেই সময় যুদ্ধকালীন তৎপরতায় সেনার সহযোগিতায় তৈরি হয় বেইলি ব্রিজ।
Advertisement
সেনার বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরআও)-এর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় চলতি বছরে। গত ১ জানুয়ারি থেকে শুরু হয় যান চলাচল। কিন্তু যান চলাচলের দেড় মাস কাটতে না কাটতেই বিপত্তি।
স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার একটি লরি যাচ্ছিল বেইলি ব্রিজের ওপর দিয়ে। তখনই ভেঙে যায় সেতুটি। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। লরিটি সেতুর ওপারে পৌঁছে গেছে। কিন্তু তারপর থেকে সমস্যার শুরু।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
এমএসএম
Advertisement