অপারেশন ডেভিল হান্টের আওতায় ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
Advertisement
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন।
তিনি বলেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত জেলা জুড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছেন।
গ্রেফতারদের মধ্যে গামারীতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম (২৩) আছেন।
Advertisement
গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জিকেএস