জাগো টপ টেন
৩১ মার্চ ২০২৫
-
দূরত্ব ঘুচিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন: প্রধান উপদেষ্টা
সব বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে এবং দূরত্ব ঘুচিয়ে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেওয়ার পর শুভেচ্ছা বক্তব্যে তিনি এমন বার্তা দেন। প্রতিকূলতা সত্ত্বেও ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজকে একটি অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটিই আমাদের কামনা।
-
চীনের মডেলে ‘শিল্পায়নের কেন্দ্রস্থল’ হতে চায় বাংলাদেশ
চীনের অর্থনৈতিক উন্নয়নের মডেল অনুসরণ করে বাংলাদেশকে শিল্পায়নের কেন্দ্রস্থল (ইন্ডাস্ট্রিয়াল হাব) হিসেবে বিশ্ববাসীর কাছে সুপরিচিত করতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এজন্য বহির্বিশ্বের বিনিয়োগকারীদের বিশ্বস্ততা অর্জনে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ থাকা অত্যাবশ্যক বলে মনে করেন তিনি। বিশ্বস্ততা অর্জন একটা বড় শর্ত। সেই শর্ত পূরণ করতে প্রথমে নিজেদের ঘর গুছিয়ে অর্থাৎ, প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে দৃশ্যমান বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
-
এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে
মার্চের মতো এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। সোমবার (৩১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, এপ্রিল মাসে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।
-
ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা শাহবাজ শরিফের, পাকিস্তান সফরের আমন্ত্রণ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান। এক্সে দেওয়া পোস্টে শাহবাজ শরিফ লিখেছেন, আমরা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি ও ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি।
-
ঈদের দিন চিড়িয়াখানায় মানুষের ঢল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে যাওয়ার রীতি অনেক পুরোনো। এবারের পবিত্র ঈদুল ফিতরেও ভাটা পড়েনি সেই রীতিতে। এরই অংশ হিসেবে আজ রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল নেমেছে। সোমবার (৩১ মার্চ) সরেজমিনে মিরপুর চিড়িয়াখানা পরিদর্শনে দেখা যায়, হাজার হাজার মানুষ ঘুরতে এসেছেন। শহরের যান্ত্রিকতা পাশে রেখে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই চিড়িয়াখানায় এসেছেন বলে জানিয়েছেন দর্শনার্থীরা।
-
ঈদের দিনে ৮ জেলায় তাপপ্রবাহ
ঈদের দিন দেশের ৮ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি আজ দেশের এক বিভাগে বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, সোমবার সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী ও রাঙামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
-
ঢাকার রাস্তায় গণপরিবহন-যাত্রী কম, বেপরোয়া মোটরসাইকেল
রাস্তায় সারি সারি বাস নেই। যত্রতত্র হাত উঁচিয়ে বাস থামানোর যাত্রীও নেই। এক বাস আরেক বাসকে ওভারটেক করার যে চিরাচরিত রেষারেষি, তাও চোখে পড়েনি। সিএনজিচালিত অটোরিকশাও খুবই কম। মাইক্রোবাস-প্রাইভেটকারের চলাচলও সীমিত। রাস্তায় এখন রিকশার দাপট। সঙ্গে বেপরোয়া গতির মোটরসাইকেল, যার অধিকাংশের চালকই তরুণ-যুবক।
-
যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে মঙ্গলবার
ঈদুল ফিতরের পরেরদিন মঙ্গলবার ঢাকার বাইরে কয়েকটি এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। সোমবার (৩১ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল ) অফ-ট্রান্সমিশন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য ১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৮টা থেকে ২ এপ্রিল (বুধবার) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত জয়দেবপুর, টঙ্গী, চন্দ্রা, কোনাবাড়ী, আশুলিয়া, সাভার, ধামরাই, মানিকগঞ্জ এলাকা এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
-
যুক্তরাষ্ট্রে তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার ‘উপায়’ আছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে না পারার সাংবিধানিক সীমা এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৩০ মার্চ) এনবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে, তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারে, ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদের পরেও প্রেসিডেন্ট থাকার চেষ্টা করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদের বেশি থাকতে না পারার যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে তা এড়ানো যেতে পারে।
-
এবার ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দ্বীপরাষ্ট্র টোঙ্গা
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর আশপাশের এলাকায় কিছুক্ষণের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) জিএফজেডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।