ICC t20 Worldcup 2024
শ্রীলংকা

Team Image

শ্রীলঙ্কার চ্যালেঞ্জ পুরোনো সাফল্যের দিন ফেরানো

শ্রীলঙ্কার ক্রিকেট ঐতিহ্য যেন এখন অনেকটাই অতীত। তরুণ একটি দল নিয়ে স্বপ্ন বুনছে তারা। এর সঙ্গে আছেন দুয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও লড়াইয়ের আশা নিয়ে যাবে তারা। তাদের এই টুর্নামেন্টে রেকর্ডটাও বেশ সমৃদ্ধ।

২০০৯ ও ২০১২ সালে রানার্স আপ হওয়ার পর শ্রীলঙ্কা শিরোপা জেতে ২০১৪ সালে। ওই আসরের স্বাগতিক ছিল বাংলাদেশ। এবারও লম্বা সময় লড়াই করার সংকল্প নিয়েই বিশ্বকাপে যাচ্ছে শ্রীলঙ্কা। কম প্রত্যাশায় বড় কিছু করতে পারার মিশন তাদের।

কোথায় শক্তি...

শ্রীলঙ্কানদের সবচেয়ে বড় শক্তি ওয়ানিন্দু হাসারঙ্গা। এই অলরাউন্ডারই তাদের অধিনায়ক, নেতৃত্বগুণে তিনি বেশ চটপটে। বোলিং-ব্যাটিং দুই জায়গাতেই বড় ভরসা দলের। হাসারাঙ্গাসহ শ্রীলঙ্কার শক্তি তাদের বোলিং। পরীক্ষিত স্পিনার হিসেবে হাসারাঙ্গার সঙ্গে আছেন মহেশ থিকসানা, তরুণ দুনিথ ভেল্লালাগে।

পেস আক্রমণে দলটির বড় আশা তরুণ পেসার মাথিশা পাথিরানাকে নিয়ে। অনেকদিন ধরেই নানা ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো করে আসছেন তিনি। এবার শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত কিছু করবেন, এমন আশায় থাকবে দেশটির সমর্থকরা। তার সঙ্গে বাকি পেসাররাও ভরসা হবেন তাদের।

দুজনের জন্য এবার চ্যালেঞ্জটা একটু বেশি। অ্যাঞ্জেলো ম্যাথিউজ দলে খেলছেন অনেকদিন ধরেই। কিন্তু এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ, স্মরণীয় কিছুই করে রাখতে চাইবেন তিনি। গত তিন বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা, হাসারাঙ্গার চ্যালেঞ্জ, দলকে কক্ষপথে ফেরানো।

কোথায় দুর্বলতা...

ব্যাটিংয়ে শুরুর দিকে আক্রমণাত্মক ব্যাটার নেই তাদের। পাথুম নিশাঙ্কার ওপরই এই জায়গাটায় ভরসা করবে তারা। এর বাইরে পিঞ্চ হিটারও নেই দলটিতে। ম্যাচ ফিনিশার কে হবেন, এটি নিয়ে বেশ ভুগতে হতে পারে দলটিকে। এই জায়গায় সমাধান হতে পারেন দাসুন শানাকা। কিন্তু তার একাদশে সুযোগ পাওয়াও বেশ মুশকিল।

কবে, কাদের সঙ্গে খেলা

আগামী ৮ জুন বাংলাদেশর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার মিশন। দুই দলের ম্যাচ সাম্প্রতিক সময়ে উত্তেজনা ছড়িয়েছে বেশ। ৩ জুন গ্রুপ পর্বের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে লঙ্কানরা। ১২ ও ১৭ জুন শেষ দুই ম্যাচে যথাক্রমে নেপাল এবং নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লঙ্কানরা।

Captain Image

ওয়ানিন্দু হাসারাঙ্গা

জন্ম: ২৯ জুলাই, ১৯৯৭ (গল, শ্রীলঙ্কা)। বয়স: ২৬ বছর।
জাতীয় দলে ভূমিকা: লেগ স্পিন অলরাউন্ডার।

পেসার থেকে স্পিনার, এখন শ্রীলঙ্কার অধিনায়কও

পিননাদুয়াগে ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, যাকে সবাই চেনেন ওয়ানিন্দু হাসারাঙ্গা নামে। শ্রীলঙ্কার নতুন দিনের ক্রিকেটের বড় তারকা তিনি। তার লেগ স্পিনটা দারুণ, সঙ্গে পারেন ব্যাটিংও। সবমিলিয়ে দারুণ এক অলরাউন্ডারকেই পেয়েছে শ্রীলঙ্কা। তার কাঁধে এখন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। অধিনায়ক হিসেবেই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে এবারের বিশ্বকাপে খেলতে যাবেন তিনি।

এখন লেগ স্পিন দিয়ে খ্যাতি পেলেও ১৬ বছর বয়স পর্যন্ত পেসার ছিলেন হাসারাঙ্গা। এমনকি ইনিংসে ওপনিং বোলার হিসেবেও শুরু করতেন তিনি। পরে তাকে লেগ স্পিনার হওয়ার পরামর্শ দেন তার ছোটবেলা কোচ লঙ্কা ডি সিলভা। সে পরামর্শে নিজেকে বদলে ফেলে হাসারাঙ্গাও বনে যান লেগ স্পিনার। ২০১৬ সালে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।

পরের বছর আন্তর্জাতিক মঞ্চে পা দিয়েই প্রতিভার স্বাক্ষর রাখেন হাসারাঙ্গা। নিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে করে ফেলেন হ্যাটট্রিক। সবমিলিয়ে এই কীর্তিতে বাংলাদেশের তাইজুল ইসলাম ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার পর পুরো ক্রিকেট দুনিয়াতে তৃতীয় বোলার তিনি। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও হ্যাটট্রিক করেছেন হাসারাঙ্গা।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় দাসুন শানাকাকে। ওয়ানডেতে তার জায়গা নেন কুশল মেন্ডিস, টি-টোয়েন্টি অধিনায়কত্ব দেওয়া হয় হাসারাঙ্গার কাছে। গত বছর ভারতের ওয়ানডে বিশ্বকাপ ইনজুরির কারণে মিস করা হাসারাঙ্গা এবার বিশ্বকাপে যাবেন অধিনায়ক হিসেবে।

নেতৃত্বে তার সাফল্যের পাল্লা এখনও বেশ ভারি। ৭ টি-টোয়েন্টিতে দলের অধিনায়কত্ব করে পাঁচটিতেই জয় এনে দিয়েছেন তিনি। সবমিলিয়ে এখন অবধি শ্রীলঙ্কার হয়ে ৬৫ টি-টোয়েন্টি খেলেছেন হাসারাঙ্গা। ওভার প্রতি ৬.৮৪ গড়ে রান দিয়ে ১০৪ উইকেট নিয়েছেন তিনি।

ফিট হাসারাঙ্গাকে বিশ্বকাপে পাওয়াটাই অবশ্য একটা বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কার জন্য। চোটের কারণে এবারের আইপিএলেও খেলা হয়নি তার। যদিও হাসারাঙ্গাকে অধিনায়ক করেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কানরা। তার হাত ধরে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্নও বুঁনছে তারা।

Coach Image

ক্রিস সিলভারউড

জম্ম: ৫ মার্চ, ১৯৭৫; বয়স: ৪৯

ইংল্যান্ডের পর এখন তার ঠিকানা শ্রীলঙ্কা

ব্যাকগ্রাউন্ড

প্রথম শ্রেণির ক্রিকেটে ছিলেন বেশ বড় নাম। যদিও আন্তর্জাতিক ম্যাচে প্রতিফলিত হয়নি সেটি। ১৮৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৭৭ উইকেট নিয়েছেন ক্রিস সিলভারউড। তবে ৬ টেস্টের ক্যারিয়ার থমকে গিয়েছিল ১১ উইকেটে। কোচ হিসেবে অবশ্য আরও বেশি নাম করেছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলকে সামলেছেন, এরপর ক্রিস সিলভারউড এখন দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার। তার অধীনেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কা।

খেলোয়াড়ী জীবন

খেলোয়াড়ী জীবন শেষে কোচিংয়ে নাম লেখান তিনি। তার শুরুটা হয় এসেক্সের হয়ে বোলিং কোচ হিসেবে। পেসার হিসেবে বলে গতি ছিল বেশ, লম্বা হওয়ায় বাউন্সারও দিতে পারতেন ভালো। ওই মন্ত্রই শিষ্যদের ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নেন শুরুতে।

২০১৬ সালে এসে হন এসেক্সের হেড কোচ। সাফল্যও ধরা দেয় অল্প দিনেই। নিজের প্রথম মৌসুমেই এসেক্সকে ফার্স্ট ডিভিশন কাউন্টি চ্যাম্পিয়নশিপে তুলে আনেন তিনি। ওই সাফল্য তাকে সুযোগ করে দেয় ইংল্যান্ড জাতীয় দলেও।

কোচিং ক্যারিয়ার ও সাফল্য

২০১৮ সালের জানুয়ারিতে বোলিং কোচ হিসেবে যোগ দেন দলের সঙ্গে। ছিলেন ইংলিশদের বিশ্বকাপজয়ী দলের অংশ। পরে ২০১৯ সালের অক্টোবরে ট্রেভর বেইলিস সরে গেলে ইংল্যান্ডের হেড কোচ হিসেবে নিয়োগ পান তিনি।

কিন্তু এখানকার শেষটা ভালো মতো হয়নি সিলভারউডের। ২০২১-২২ অ্যাশেজে তার নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ৪-০তে হেরে যাওয়া ওই সিরিজের পর চাকরিও হারাতে হয় তাকে।

অবশ্য পরের চাকরির জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি তাকে। ইংল্যান্ডের চাকরি হারানোর পর দুই মাস পরই শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচ করা হয় তাকে। তরুণ দলকে ধীরে ধীরে পরিণত করার চেষ্টা করে যাচ্ছেন তিনি। তার তত্ত্ববধানে এবারের বিশ্বকাপে কেমন করে শ্রীলঙ্কা, সেটিই এখন দেখার।

শ্রীলঙ্কা স্কোয়াড

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আশালঙ্কা, কুসল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, দুষ্মন্তে চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা ও দিলশান মধুশঙ্কা।

ব্যাটার

নাম

ম্যাচ

ইনিংস

রান

সর্বোচ্চ

গড়

স্ট্রা. রেট

১০০

৫০

কুশল মেন্ডিস

৬৪

৬৪

১৫৫৪

৮৬

২৫.০৬

১৩৫.৭২

১৪

১২৮

৭৪

পাথুম নিশাঙ্কা

৪৮

৪৭

১২৩১

৭৫

২৭.৯৭

১১৬.৪৬

১০

১২১

২৭

চারিথ আশালঙ্কা

৪৪

৪৪

৯৯০

৮০*

২৫.৩৮

১২৫.৯৫

৬৮

৪৬

সাদিরা সামারাবিক্রমা

১৮

১৭

৩১০

৬১*

২০.৬৬

১১০.৩২

৩২

কামিন্দু মেন্ডিস

১০

২০৯

৬৫*

২৬.১২

১৩৫.৭১

১৯

বোলার

নাম

ম্যাচ

ওভার

মেডেন

রান

উইকেট

সেরা

গড়

ইক.

দুষ্মন্তে চামিরা

৫৫

১৯৬.২

১৫৮৮

৫৫

৪/১৭

২৮.৮৭

৮.০৮

মহেশ থিকসানা

৪৬

১৭৭.২

১১৯২

৪৪

৩/১৭

২৭.০৯

৬.৭২

দিলশান মধুশঙ্কা

১৪

৪৬.০

৪৩৩

১৪

৩/২৪

৩০.৯২

৯.৪১

মাথিশা পাথিরানা

১৯.৪

১৮৮

১১

৪/২৪

১৭.০৯

৯.৫৫

নুয়ান থুসারা

২৪.১

২১৭

১১

৫/২০

১৯.৭২

৮.৯৭

দুনিথ ভেল্লালাগে

 অলরাউন্ডার

নাম

ম্যাচ

রান

সর্বোচ্চ

গড়

স্ট্রা. রেট

১০০/৫০

উইকেট

সেরা

গড়

ইক.

৪/৫

ওয়ানিন্দু হাসারাঙ্গা

৬৫

৫৫

৬৫০

৭১

১৫.১১

০/২

১০৪

৪/৯

১৫.৫৬

৬.৮৪

৩/০

ধনঞ্জয়া ডি সিলভা

৪৩

৭৯২

৬৬*

২০.৮৪

১১৬.৬৪

০/৩

১৫

২/২২

২১.০৬

৬.৯১

০/০

অ্যাঞ্জেলো ম্যাথিউজ

৮৭

১৩৫৪

৮১*

২৭.৬৩

১২০.৩৫

০/৬

৪৫

৩/১৬

৩০.০৬

৭.১২

০/০

দাসুন শানাকা

৯৭

১৪৪৪

৭৪*

২০.৯২

১২৩.৪১

০/৫

৩১

৩/১৬

২১.৯৩

৮.৩৯

০/০

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকা : পরিসংখ্যান

  • বিশ্বকাপে অংশগ্রহণ: ১৮ বার
  • চ্যাম্পিয়ন: ১ বার (২০১৪)
  • রানার্স আপ: ২০০৭, ২০১২
  • সেমিফাইনাল: ১ বার (২০১০)
  • সুপার এইট: ১ বার (২০০৭)
  • সুপার টেন: ১ বার (২০১৬)
  • সুপার টুয়েলভ: ২ বার (২০২১, ২০২২)

সংক্ষেপে শ্রীলঙ্কার বিশ্বকাপ

সময়কাল

ম্যাচ

জয়

পরাজয়

টাই

সর্বোচ্চ

সর্বনিম্ন

২০০৭-২০২২

৫১

৩১

১৯

২৬০

৮৭

বিশ্বকাপে শ্রীলঙ্কার সেরা ১০টি ইনিংস

স্কোর

ওভার

ফল

প্রতিপক্ষ

ভেন্যু

তারিখ

২৬০/৬

২০.০

জয়

কেনিয়া

জোহানেসবার্গ

১৪ সেপ্টে. ২০০৭

১৯৫/৩

২০.০

জয়

ওয়েস্ট ইন্ডিজ

ব্রিজটাউন

৭ মে ২০১০

১৯২/৫

২০.০

জয়

ওয়েস্ট ইন্ডিজ

নটিংহ্যাম

১০ জুন ২০০৯

১৮৯/৪

২০.০

পরাজয়

ইংল্যান্ড

চট্টগ্রাম

২৭ মার্চ ২০১৪

১৮৯/৩

২০.০

জয়

ওয়েস্ট ইন্ডিজ

আবুধাবি

৪ নভে. ২০২১

১৮২/৪

২০.০

জয়

জিম্বাবুয়ে

হাম্বানতোতা

১৮ সেপ্টে. ২০১২

১৭৪/৬

২০.০

ঃরবফ

নিউজিল্যান্ড

পাল্লেকেলে

২৭ সেপ্টে. ২০১২

১৭৩/৭

২০.০

জয়

জিম্বাবুয়ে

প্রোভিডেন্স

৩ মে ২০১০

১৭২/৫

১৮.৫

জয়

বাংলাদেশ

শারজাহ

২৪ অক্টো. ২০২১

১৭১/৭

২০.০

জয়

আয়ারল্যান্ড

আবুধাবি

২০ অক্টো. ২০২১

বিশ্বকাপে শ্রীলঙ্কার সেরা ১০ ব্যাটার

নাম

সময়কাল

ম্যাচ

ইনিংস

রান

সর্বোচ্চ

গড় 

স্ট্রা. রেট

১০০

৫০

মাহেলা জয়াবর্ধনে

২০০৭-২০১৪

৩১

৩১

১০১৬

১০০

৩৯.০৭

১৩৪.৭৪

১১১

২৫

তিলকারত্নে দিলশান

২০০৭-২০১৬

৩৫

৩৪

৮৯৭

৯৬*

৩০.৯৩

১২৪.০৬

১০১

২০

কুমার সাঙ্গাকারা

২০০৭-২০১৪

৩১

৩০

৬৬১

৬৮

২৫.৪২

১১২.২২

৬৩

১১

অ্যাঞ্জেলো ম্যাথিউজ

২০০৯-২০১৬

২৯

২২

৪৫৯

৭৩*

৩৮.২৫

১২৯.৬৬

৩০

১৬

পাথুম নিশাঙ্কা

২০২১-২০২২

১৫

১৫

৪৩৫

৭৪

২৯.০০

১১৩.২৮

৩২

১৩

চারিথ আশালঙ্কা

২০২১-২০২২

১৩

১৩

৩৬২

৮০*

৩৬.২০

১৩৪.০৭

৩২

১১

সনাৎ জয়সুরিয়া

২০০৭-২০১০

১৮

১৮

৩৪৬

৮৮

২১.৬২

১২১.৪০

৪০

১২

ভানুকা রাজাপক্ষে

২০২১-২০২২

১৬

১৩

২৮০

৫৩

২৫.৪৫

১৩১.৪৫

২৭

১০

কুশল পেরেরা

২০১৪-২০২১

১৪

১৪

২৪৮

৬১

১৯.০৭

১৩৪.৭৮

২৭

থিসারা পেরেরা

২০১০-২০১৬

২০

১৭

২৩২

৪০

২৩.২০

১৪২.৩৩

১৭

১৩

বিশ্বকাপে শ্রীলঙ্কার সেরা ১০ বোলার   

নাম

সময়কাল

ম্যাচ

ওভার

মেডেন

রান

উইকেট

সেরা

গড়

ইক.

 

লাসিথ মালিঙ্গা

২০০৭-২০১৪

৩১

১০২.৪

৭৬৩

৩৮

৫/৩১

২০.০৭

৭.৪৩

 

অজন্তা মেন্ডিস

২০০৯-২০১৪

২১

৭৮.৩

৫২৬

৩৫

৬/৮

১৫.০২

৬.৭০

 

ওয়ানিন্দু হাসারাঙ্গা

২০২১-২০২২

১৬

৬১.০

৩৫৫

৩১

৩/৮

১১.৪৫

৫.৮১

 

অ্যাঞ্জেলো ম্যাথিউজ

২০০৯-২০১৬

২৯

৭৪.২

৪৮১

১৯

৩/১৬

২৫.৩১

৬.৪৭

 

নুয়ান কুলাসেকারা

২০০৯-২০১৬

১৮

৫৮.৫

৪৩০

১৭

৪/৩২

২৫.২৯

৭.৩০

 

মহেশ থিকসানা

২০২১-২০২২

১৫

৫৫.১

৩৩৯

১৭

৩/১৭

১৯.৯৪

৬.১৪

 

লাহিরু কুমারা

২০২১-২০২২

১৩

৪৫.৩

৩৪৭

১৫

৩/৭

২৩.১৩

৭.৬২

 

রঙ্গনা হেরাথ

২০১২-২০১৬

১০

৩৫.৩

২১৪

১৩

৫/৩

১৬.৪৬

৬.০২

 

দুষ্মন্তে চামিরা

২০১৬-২০২২

১৩

৪৬.৫

৩৫৭

১১

৩/১৫

৩২.৪৫

৭.৬২

 

মুত্তিয়া মুরালিধরন

২০০৯-২০১০

৩৫.০

২০৯

১১

৩/২৯

১৯.০০

৫.৯৭

 

বিশ্বকাপে শ্রীলঙ্কার সেরা ১০ ফিল্ডার   

নাম

সময়কাল

ম্যাচ

ইনিংস

ডিসমিশাল

ক্যাচ

স্ট্যাম্পিং

কুমারা সাঙ্গাকারা

২০০৭-২০১৪

৩১

৩১

২৬

১২

১৪

মাহেলা জয়াবর্ধনে

২০০৭-২০১৪

৩১

৩১

১৩

১৩

তিলকারত্নে দিলশান

২০০৭-২০১৬

৩৫

৩৫

১২

১২

দাসুন শানাকা

২০১৬-২০২২

১৮

১৮

১২

১২

লাসিথ মালিঙ্গা

২০০৭-২০১৪

৩১

৩১

অ্যাঞ্জেলো ম্যাথিউজ

২০০৯-২০১৬

২৯

২৯

ভানুকা রাজাপাকষে

২০২১-২০২২

১৬

১৬

দিনেশ চান্ডিমাল

২০১০-২০২১

১২

১২

ওয়ানিন্দু হাসারাঙ্গা

২০২১-২০২২

১৬

১৬

কুশল মেন্ডিস

২০২২-২০২২

সময়সূচি

০৩ জুন, ২০২৪, ০৮:৩০ পিএম

নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্ক

শ্রীলংকা শ্রীলংকা 77/10 (19.1 ওভার)

দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা 80/4 (16.2 ওভার)

ম্যাচ রিপোর্ট

ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।

০৮ জুন, ২০২৪, ০৬:৩০ এএম

গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, টেক্সাস

শ্রীলংকা শ্রীলংকা 124/9 (20 ওভার)

বাংলাদেশ বাংলাদেশ 125/8 (19.0 ওভার)

ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী।

১২ জুন, ২০২৪, ০৫:৩০ এএম

সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক, লডারহিল, ফ্লোরিডা

শ্রীলংকা শ্রীলংকা 0/0 (0.0 ওভার)

নেপাল নেপাল

বৃষ্টির কারণে টসে বিলম্ব

১৭ জুন, ২০২৪, ০৬:৩০ এএম

ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া

শ্রীলংকা শ্রীলংকা 201/6 (20 ওভার)

নেদারল্যান্ডস নেদারল্যান্ডস 118/10 (16.4 ওভার)

ফল: শ্রীলঙ্কা ৮৩ রানে জয়ী।