আগামীতে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করে সাতক্ষীরার চারটি সংসদীয় আসন বিএনপিকে উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
Advertisement
তিনি বলেছেন, আমরা অঙ্গীকার করছি, তারেক রহমানের নেতৃত্বে সুন্দরকে সুন্দর বলবো, কালোকে কালো আর সাদাকে সাদা বলবো। এ অঙ্গীকার নিয়ে আমরা আগামীতে সাতক্ষীরা জেলার পূর্ণাঙ্গ কমিটি করবো।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতারা শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ধারার অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করছি। সাতক্ষীরার চারটি সংসদীয় আসন আমরা বিএনপিকে উপহার দেবো।
Advertisement
এসময় অন্যদের মধ্যে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতী, মনিরুজ্জামান , মো. আখতারুল ইসলাম ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/এমকেআর/জিকেএস