বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে র্যালি বের করেছে সংগঠনটি।
Advertisement
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি মৎস্য ভবন ও প্রেস ক্লাব হয়ে বায়তুল মোকাররমে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।
র্যালিতে সংগঠনটির নেতাকর্মীরা ‘নারূয়ে তাকবির—আল্লাহু আকবার’, ‘শুভ শুভ শুভ দিন—শিবিরের জন্মদিন’, ‘আল কোরআনের আলো—ঘরে ঘরে জ্বালো’ ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন।
র্যালিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
Advertisement
এমএইচএ/এমকেআর/জিকেএস