তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন- দুই জনের সামনেই আছে ট্রফি উঁচিয়ে গর্বের হাসি হাসার সমান সুযোগ। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিপিএল ফাইনালে যে জিতবে সেই দলের অধিনায়কই হাসবেন শেষ হাসি।
Advertisement
কিন্তু ফাইনালে ওঠা ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের কেউ কি শেষ পর্যন্ত টুর্নামেন্টের টপ-স্কোরার হতে পারবেন? খালি চোখে সম্ভাবনা খুব কম। কারণ, রান তোলায় বরিশাল ও চিটাগংয়ের ক্রিকেটাররা বেশ পিছিয়ে। সেখান থেকে টপ-স্কোরার হওয়া বেশ কঠিন। পরিসংখ্যান জানাচ্ছে, যেসব পারফরমারের দল ফাইনালে উঠতে পারেনি, তারাই রান তোলায় ওপরে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান নাইম শেখের। খুলনা টাইগার্সের এই বাঁহাতি ওপেনার ৫১১ রান করে তোলায় সবার ওপরে আছেন। দ্বিতীয় কোয়ালিফায়ার শেষ বলে ছিটকে গেছে খুলনা। ফাইনালে নেই নাইম শেখের দল। এ বাঁহাতি ওপেনারই শুধু নন, রান তোলায় শীর্ষ চারজনের কারো দলই নেই ফাইনালে।
রান সংগ্রহকারীদের মধ্যে দ্বিতীয় তানজিদ হাসান তামিম (৪৮৫)। তার দল ঢাকা ক্যাপিটালস শেষ চারেই পা রাখতে পারেনি। ছয় নম্বরে থেকেই রবিন লিগ শেষ করেছে তারা। টপ-স্কোরারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান এনামুল হক বিজয়ের (৩৯২)। তার দল দুর্বার রাজশাহীও পারেনি প্রথম চার দলে থাকতে। ৫ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে রাজশাহীকে।
Advertisement
রান তোলায় চতুর্থ স্থানটি সবার আগে বিদায় নেওয়া সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি জাকির হাসানের। তার রান ৩৮৯।
ওদিকে রান তোলায় পাঁচ নম্বরে আছেন চিটাগংয়ের গ্রাহাম ক্লার্ক। তার সংগ্রহ ৩৮৭। ৬ নম্বরে অবস্থান করছেন ঢাকার লিটন দাস (১১ খেলায় ৩৬৮)। ১৩ ম্যাচে ৩৫৯ রান করে ৭ নম্বরে আছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। মোদ্দা কথা, ফাইনালে যাদের দল আছে, তাদের মধ্যে দুজন আছেন রান তোলায় শীর্ষ সাতে অবস্থান করছেন। সবার ওপরে থাকা নাইম শেখের (৫১১) সঙ্গে ক্লার্কের রানের ব্যবধান ১২৪। ফাইনালে ক্লার্ক ১২৫ রান করতে পারলে সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে পারবেন।
একইভাবে নাইম শেখের চেয়ে বরিশালের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল পিছিয়ে আছেন ১৫২ রানে। তার মানে, টপ-স্কোরার হতে হলে ফাইনালে তামিমকে করতে হবে ১৫৩ রান! ওপরের হিসেব পরিস্কার বলে দিচ্ছে, ফাইনালে চিটাগং ও বরিশালের তামিম ইকবালের কাগজে-কলমে টপ স্কোরার হওয়ার সম্ভাবনা আছে। তবে কাজটা সহজ না মোটেই। রান তোলায় সবার ওপরে জায়গা করে নিতে হলে ক্লার্ক ও তামিমকে ফাইনালে সেঞ্চুরি করতে হবে। শুধু শতরানই নয়, ‘বিগ হান্ড্রেড’ করতে হবে। তামিম-গ্রাহাম কি তা পারবেন? যদি পারেন তাহলে হয়তো চালচিত্র পাল্টাবে। না হয় খুলনা টাইগার্সের নাইম শেখই এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হবেন।
এআরবি/এমএইচ/জিকেএস
Advertisement