খেলাধুলা

ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নিলেন ব্রাজিল কিংবদন্তি মার্সেলো

সব ধরনের ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলো। গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে অবসর ঘোষণা করেছেন ৩৬ বছর বয়সী এই তারকা ফুটবলার। ইতিহাসে সবচেয়ে সফল লেফটব্যাক হিসেবে একজন হিসেবে পরিচিত তিনি।

Advertisement

ভিডিওতে মার্সেলো বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার গল্প এখানেই শেষ। কিন্তু ফুটবলকে দেওয়ার মতো আমার অনেক কিছু এখনও বাকি।’

১৯ বছরের পেশাদার ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ছয়টি লা লিগা শিরোপা জিতেছেন মার্সেলো।

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ২০২৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে কোপা লিবার্তাদোরেস জয় ছিল ম্যার্সেলোর ক্যারিয়ারের অন্যতম অর্জন। এছাড়া স্বল্প সময় গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে খেলেছেন তিনি।

Advertisement

২০২৪ সালের নভেম্বর মাসে গ্রেমিওর বিপক্ষে ম্যাচ চলাকালীন কোচ মানো মেনেজেসের সঙ্গে বিতর্কের পর ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি বাতিল করেন মার্সেলো।

২০০৭ সালের জানুয়ারিতে মাত্র ১৮ বছর বয়সে ফ্লুমিনেন্স থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্সেলো। মাদ্রিদে সাড়ে ১৫ বছর কাটিয়ে ক্লাবটির ইতিহাসে সর্বাধিক ট্রফি জেতা খেলোয়াড় হিসেবে বিদায় নেন তিনি। স্প্যানিশ লা লিগার ক্লাবটির হয়ে ৫৪৬টি ম্যাচ খেলেন মার্সেলো।

রিয়ালের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ মার্সেলোর অবসর নিয়ে বলেন, ‘সে রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের ইতিহাসের সেরা লেফটব্যাকদের একজন। আমাদের ক্লাবের একজন মহান কিংবদন্তি। রিয়াল মাদ্রিদ সবসময় তার ঘর হয়ে থাকবে।’

ব্রাজিল জাতীয় দলের হয়ে ৫৮টি ম্যাচ খেলেছেন মার্সেলো। গোল করেছেন ৬টি। জাতীয় দলের হয়ে ২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপ এই তারকা। এছাড়া ২০১২ ও ২০০৮ সালের অলিম্পিক গেমসে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করা ব্রাজিল দলের অন্যতম সদস্য ছিলেন মার্সেলো।

Advertisement

এমএইচ/