রাজনীতি

শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিল চলছে

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের প্রথম কাউন্সিল চলছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পল্টন কলেজ মাঠে এই কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয়। কাউন্সিল শেষ হবে দুপুর ১টায়।

Advertisement

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জাগো নিউজকে জানান, সকাল থেকেই শ্রমিক অধিকার পরিষদের নেতারা কাউন্সিল গঠনে ভোট দিতে আসছেন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে নির্বাচন। ২৪০ জনের ভোটে এই কাউন্সিল নির্বাচন হবে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে বিকেল ৩টায়।

তিনি আরও জানান, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন। শ্রমিক অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. আরিফুল ইসলাম ও আব্দুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রার্থী আল ইমরান ও মো. সোহেল রানা সম্পদ। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী মো. আসাদুজ্জামান নুর, মাও মো. ওমর ফারুক ও কবিতা খাতুন।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, কমিশনার হিসেবে রয়েছেন মো. ফারুক হোসেন মেনডেড, রোকেয়া জাবেদা মায়া ও সৈয়দ মাহবুবুর রহমান।

Advertisement

এএএম/এমএইচআর/জিকেএস