খুলনা মহানগর ও জেলা যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ই ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
খুলনা মহানগরের কমিটিতে আবদুল আজিজ সুমনকে আহ্বায়ক ও রবিউল ইসলাম রুবেলকে সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে জেলা কমিটিতে ইবাদুল হক রুবায়েদকে আহ্বায়ক ও নাহিদুজ্জামান জনিকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে হবে।
মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে গত বছরের ১৯ আগস্ট মহানগর ও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়।
Advertisement
মো. আরিফুর রহমান/এএইচ/এএসএম