সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। এ ঘটনায় এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আখতারসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
Advertisement
বুধবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দায়িত্বরত সাংবাদিকের ওপর হামলার ঘটনা শুধু ন্যাক্কারজনকই নয়, এটা স্বাধীন সাংবাদিকতার ওপরই হামলা। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে এ ধরনের হামলা স্বাধীন বিচার বিভাগের মর্যাদাও ক্ষুণ্ন করে।
১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে দণ্ডিতদের খালাসের রায় নিয়ে ব্রিফিংয়ের আগ মুহূর্তে হামলায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
Advertisement
এর মধ্যে আহত বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আখতারকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ইসলামী আন্দোলনের মানববন্ধনে বিএনপি নেতাকর্মীদের হামলাপ্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, রায় ঘোষণার পর অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকরা আইনজীবীদের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে এক যুবক সাংবাদিকদের ঠেলে ডায়াসের সামনে ঢুকে পড়েন এবং তর্কে লিপ্ত হন। এসময় পাবনা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের কিল, ঘুসি ও লাথি মেরে আহত করেন। এতে বেশি আহত হন সাংবাদিক জাবেদ আখতার। পরে সংশ্লিষ্ট মামলার আইনজীবী ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এসে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিক জাবেদ আখতারকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠান।
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকরা ব্রিফিং বর্জন করে অ্যানেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
Advertisement
এফএইচ/এএমএ/এএসএম