ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
Advertisement
এসময় শিক্ষার্থীরা ফটকে আগে থেকে ভাঙা মুজিব ম্যুরালের সঙ্গে শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। পরে সবাই মিলে প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন।
শিক্ষার্থীরা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে দেশে একের পর এক গণহত্যা, নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্র-জনতার উপর দমন-পীড়ন চালিয়ে মুক্তচিন্তার কণ্ঠ রোধ করা হয়েছিল। ছাত্র জনতার প্রতিরোধ এবং রক্তের বিনিময়ে অর্জিত দেশ আজ ফ্যাসীবাদ মুক্ত হয়েছে। তারপরও বিভিন্ন ভাবে ফ্যাসিবাদি শক্তি আবার ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি ফ্যাসিবাদের মূলনায়ক হাসিনা ফেসবুকে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা হাসিনার ঘৃণাসূচক প্রকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির বলেন, ফ্যাসিস্ট হাসিনার ম্যুরালে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করার মাধ্যমে হাসিনার কবরে শেষ পেরেক পোঁতা হবে। এর মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদের সকল চিহ্ন ও স্থাপনা মুছে ফেলা হবে। দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হতে না পারে। স্বৈরাচার হাসিনা দেশকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলছিলো। নিজ দলের লোক বাদে বিরোধী সকল দল মতের মানুষের উপর নির্মম গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে। এখন দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে আবার উষ্কানি দিচ্ছে। ছাত্র জনতা পালাতক হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিবে।
Advertisement
এএইচ/এএসএম