দেশজুড়ে

সুনামগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সুনামগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

Advertisement

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের পৌরসভা প্রাঙ্গণে ম্যুরাল ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেলযোগে পৌরসভা প্রাঙ্গণে এসে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে সেখানে থাকা কালো পলিথিন সরিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙতে থাকেন শিক্ষার্থীরা। পাশাপাশি ‘দিল্লি না ঢাকা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌরসভা প্রাঙ্গণ।

সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা জানান, দেশে ফ্যাসিবাদীদের যা কিছু আছে সেগুলো আমরা ভেঙে দিতে চাই। যেন দেশের কেউ আর এই ফ্যাসিবাদের দিকে অনুপ্রাণিত না হয়।

Advertisement

লিপসন আহমেদ/এমআরএম