খেলাধুলা

ঐক্য এবং সম্প্রীতি বরিশালের সাফল্যের মূল রহস্য!

ফরচুন বরিশালের সামনে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জয়ের হাতছানি। ৭ ফেব্রুয়ারি শেরে বাংলার ফাইনালে জিতলেই দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল।

Advertisement

এবার শুরু থেকেই দুই শীর্ষ দলের মধ্যেই ছিল ফরচুন বরিশাল। রংপুরের পেছনে থেকেই এগোচ্ছিল তামিমের দল। এরপর রংপুরের ছন্দপতন ঘটলে শীর্ষে চলে যায় বরিশাল। সবার ওপরে থেকেই কোয়ালিফায়ার-১ এ চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনালে উঠে গেছে মিজানুর রহমান বাবুলের শিষ্যরা।

আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের বিজয়ীর সাথে শুক্রবার সন্ধ্যায় ফাইনাল খেলবে বরিশাল। পরপর ২ বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। ধারাবাহিতভাবে দুই আসরে ভাল খেলার পেছনের গল্প কী? ফাইনালে কাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে চায় বরিশাল?

আজ বুধবার দুপুরের পর প্র্যাকটিসে এসে সে কৌতুহলি প্রশ্নর জবাবই দিয়েছেন বরিশাল কোচ মিজানুর রহমান বাবুল। তার অনুভব, ‘আগেরবারের লাইনআপের একটা বড় অংশ (ক্যাপ্টেন তামিম ইকবাল, রিয়াদ, মুশফিক ও কাইল মায়ার্স) এবারো আছেন। তাদের থেকে যাওয়া এবং সম্প্রীতি, পারষ্পরিক সমঝোতা ও নিজেদের মধ্যে ঐক্য-সংহতিটাই ফরচুন বরিশালের ধারাবাহিকভাবে ভাল খেলার প্রধান কারণ।’ ‘আমাদের যে দলটা গতবার চ্যাম্পিয়ন হয়েছিল, ওই দলটা ধরে রাখার চেষ্টা করেছি। তো ফলাফল পাওয়ার কারণ হলো বন্ডিং। এটা খুব গুরুত্বপূর্ণ, যখন খেলতে আসে দলের প্রতি একটা ফিলিংস কাজ করে। এই দরদ থেকেই ফল বের হয়। বেশিরভাগ ক্রিকেটার গত আসরে যারা খেলেছে, এবারও তারাই আছে। এটা একটা কারণ ফাইনালে ওঠার।’

Advertisement

ফাইনালে কাকে চান? খুলনা না চিটাগং- কোন দলকে বেশি আশা করছেন? বরিশাল কোচের জবাব, ‘প্রতিপক্ষ হিসেবে যে কেউই আসুক, আমাদের খেলতে হবে। আমি যদি বলি, একে চাই, ওকে চাই তাহলে অন্য একটা দলকে ছোট করা হবে। যে-ই আসুক, তাদেরকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে। দুই দলের প্রতিই শুভকামনা রইল। যারাই আসুক, তাদের সঙ্গে আমরা খেলব।’

এআরবি/আইএইচএস