শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী কোম্পানির বাৎসরিক লভ্যাংশের দশমিক ৫ শতাংশ বা ৩৮ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার ৭৭০ টাকা জমা দিয়েছে গ্রামীণ টেলিকম।
Advertisement
বুধবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে এ চেক হস্তান্তর করেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
দেশের সব অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থসামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় হবে।
চেক হস্তান্তর উপলক্ষে বুধবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা বলেন, শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ‘২৩২ ধারার উপধারা-১ মোতাবেক শর্ত-পূরণ করে এমন কোম্পানি বা প্রতিষ্ঠানের হিসাব বৎসরের শেষদিনে পরিশোধিত মূলধনের পরিমাণ অন্যূন এক কোটি টাকা এবং কোন হিসাব বৎসরের শেষদিনে স্থায়ী সম্পদের মূল্য অন্যূন দুই কোটি টাকা হলে কোম্পানির মুনাফায় শ্রমিক অংশ নেবে।
Advertisement
‘২৩৪ ধারার উপধারা-১ এ অনুযায়ী প্রত্যেক কোম্পানির মালিক প্রত্যেক বৎসর শেষ হওয়ার অন্যূন নয় মাসের মধ্যে, পূর্ববর্তী বৎসরের নিট মুনাফার পাঁচ শতাংশ অর্থ যথাক্রমে অংশগ্রহণ, কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ এর ধারা ১৪-এর অধীন স্থাপিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেবে’। এছাড়া আইনের ২৩৬ ধারায় যথা সময়ের অর্থ না দিলে জরিমানাসহ অর্থ আদায়ের বিধান করা হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় খরচ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান, গ্রামীণ টেলিকমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএএস/এমএএইচ/
Advertisement