দেশজুড়ে

সিরাজগঞ্জে লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ নেতা আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণকালে মজনু মিয়া (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

Advertisement

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর ইউনিয়নের সমেসপুর বাজার এলাকায় লিফলেট বিতরণকালে তাকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জাকারিয়া হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সমেসপুর বাজারে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ করছে। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

এম এ মালেক/এফএ/জিকেএস