দেশজুড়ে

পঞ্চগড়ে সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে অনশন কর্মসূচি

পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকট নিরসনসহ ৯ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন তরুণ স্বেচ্ছাসেবীরা।

Advertisement

সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।

পরে দুপুরে জেলা প্রশাসক সাবেত আলী ও সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান উপস্থিত হয়ে তাদের দাবির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলার আশ্বাস দেন। একই সঙ্গে চিকিৎসক পদায়নে তাদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

তরুণদের দাবি, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ১৬৯ জন চিকিৎসকের পদ রয়েছে। এরমধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৪৫ চিকিৎসক। সদর হাসপাতালে জরুরি রোগী নিয়ে গেলেই তাদের ঠাকুরগাঁও, রংপুরে রেফার করা হয়। এতে করে পথেই মৃত্যু হয় অনেক রোগীর। তাই স্বাস্থ্যখাতে বৈষম্য দূর করার দাবিতে এই অনশন কর্মসূচি শুরু করেন।

Advertisement

জেলা প্রশাসক মো. সাবেদ আলী বলেন, আধুনিক সদর হাসপাতালসহ পঞ্চগড়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিকিৎসক প্রদানে আমাদের আশ্বাস প্রদান করা হয়েছিল। আমরা এ বিষয়ে আবারও কথা বলবো।

সফিকুল আলম/জেডএইচ/জিকেএস