মেট্রোয় ঘুরবো বলেটিকিটের লাইনে দাঁড়িয়ে উত্তরায়নামলাম ঢাকা বিশ্ববিদ্যালয়লোকারণ্যছাত্র-জনতা-শিল্পী-সাহিত্যিক...নতুন বাংলাদেশ নির্মাণেনতুন স্বপ্নে বেঘোরে সবাই
Advertisement
আমিও যোগ দিলাম শেষের দিকেশূন্যস্থানেভুল করে একটি মেয়ে হাত ধরলো আমারকিছুক্ষণ পরেই আমার মুখে তাকিয়েই শরমে লালকচ্ছপের মতো সরিয়ে নিলো হাতসরিও বলল না একবার
সবাই ঘোরে—নতুন স্বপ্নেআমি শেষের নতুন অতিথি
****
Advertisement
সাতপাঁচ ভাবতে ভাবতে বিকেল গড়িয়ে যায়হঠাৎ গা গরম, প্রচণ্ড জ্বররেলপাতে সুরের ঝংকার অনিমেষ চোখ আমারগতির ঝড়মেয়েটিকে দেখেছি ট্রেনের কামরায়নির্বিকার।
মেয়েটিকে নিয়ে রূপসা চলে গেল চিলাহাটিআমার গন্তব্য পঞ্চগড়—সমতলের চা বাগানতেঁতুলিয়ার ডাকবাংলোর বৃদ্ধ মহানন্দা, ওপারে কাঞ্চনজঙ্ঘাঅমনোযোগী হয়ে পড়ি মাঝেমধ্যেকানে বাজে মেয়েটির উদ্দেশে বান্ধবীর ডাক—নীলাদ্রি?
****
সুসময়ে অসময়েকালোমেঘের এক নিশ্চুপ রাতেবিষণ্ণ সব আঁধারস্বস্তি নেই, নেই আনন্দের প্রকাশকথা ছিল, এই শুক্রবারেতোমার হাতে পড়বে আমার হাতকালো রাত নিশ্চুপ সবাই, অজান্তেইবন্ধুহীন, অদৃশ্য আশঙ্কা লাল-সবুজ পতাকায় খামচে ধরেছে কতক শকুনমেহেদির হাতে রক্তের দাগ
Advertisement
মেঘ কেটে গিয়ে উঠল এক ফালি চাঁদনিবু বাতি নিয়ে এগিয়ে এলে নির্ভয়েচাঁদের আলো মিলিয়ে প্রকাণ্ড আলোঅন্ধকারের হায়েনা আর শকুনেরা মিশে গেলো জনারণ্যেপাশে দেখি, হাজারো বন্ধু গোলাপ হাতে
এসইউ/জেআইএম