ক্যাম্পাস

মেডিকেলে চান্স পাওয়া মিমির পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

নড়াইলের লোহাগড়ার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী মিমি আক্তার মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছিলেন না। গণমাধ্যমে এমন সংবাদ দেখে তাকে ভর্তিতে সহায়তায় এগিয়ে এসেছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. সোহেল রানা।

Advertisement

২ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মিমির হাতে মেডিকেলের প্রথম বর্ষের বই, অ্যাপ্রোন, স্টেথোস্কোপ এবং ভর্তির নগদ অর্থ উপহার তুলে দেন তিনি। সোহেল রানা কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার সভাপতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ডা. আব্দুল্লাহ আর রায়হান, ঢাবি ছাত্রদলের শেখ রমজান আলি রকি, নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা লাক্সমি, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মাহবুবুর রহমান রাজ প্রমুখ।

আরও পড়ুন

Advertisement

কত টাকা লাগবে মেডিকেলে পড়তে যুবদল নেতা নবীন তালুকদারের পরিবারের খোঁজ রাখে না কেউ

সোহেল রানা বলেন, তারেক রহমানের প্রেরণা ও নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে মেধাভিত্তিক একটি জাতি বিনির্মাণে বদ্ধপরিকর। শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতির অংশ হিসেবে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। এই প্রচেষ্টা সামনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মিমি আক্তারের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে। তার বাবা মো. আফসার উদ্দিন সরদার। মা শিউলি বেগম। তিন ভাই-বোনের মধ্যে মিমি বড়। মিমি স্থানীয় নবগঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। আর এবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মেধাতালিকায় ২ হাজার ১১৬তম হয়েছেন তিনি।

এমএইচএ/এমআরএম/এমএস

Advertisement