জাতীয়

চট্টগ্রাম শহরে উন্নত স্যানিটেশনে ২৭৯৭ কোটি টাকা অনুমোদন

চট্টগ্রাম শহরকে পর্যায়ক্রমে একটি পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থার আওতায় আনতে উত্তর কাট্টলী ক্যাচমেন্ট এলাকা থেকে গৃহস্থালি/পয়োবর্জ্য সংগ্রহ ও পরিশোধনের জন্য দুই হাজার ৭৯৭ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরীর উত্তরা কাট্টলী ক্যাচমেন্ট স্যানিটেশন প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হবে।

Advertisement

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন এবং শিল্প ও শক্তি বিভাগের সদস্য মোস্তাফিজুর রহমানসহ অন্য সদস্যরা।

জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৯ নাগাদ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। চট্টগ্রাম শহরের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত উত্তর কাট্টলী ও পার্শ্ববর্তী এলাকায় এটি বাস্তবায়িত হবে।

Advertisement

প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম শহরের উত্তর কাট্টলী ক্যাচমেন্ট এলাকার প্রায় তিন লাখ মানুষকে উন্নত স্যানিটেশন সেবার আওতায় আনা। পানির উৎসের দূষণ, বৃষ্টির পানির সঙ্গে পয়োবর্জ্যের মিশ্রণজনিত দূষণ এবং গ্রিন হাউস গ্যাস নির্গমনের ঝুঁকি থেকে পরিবেশকে রক্ষা করার মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর বাসিন্দাদের জীবনযাত্রার মান, পরিবেশ এবং জনস্বাস্থ্য উন্নয়নে অবদান রাখা।

পরিকল্পনা কমিশন জানায়, চট্টগ্রাম মহানগরীতে পয়োনিষ্কাশন ব্যবস্থার সূচনা এবং ক্রমান্বয়ে সব নগরবাসীকে আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যে মহানগরীর পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা প্রবর্তনে ২০১৭ সালে চট্টগ্রাম ওয়াসা থেকে স্যানিটেশন মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এতে আগামী ৩০ বছরের মধ্যে চট্টগ্রাম মহানগরীর ওয়েন্ট ওয়াটার সংগ্রহ ও পারিশোধন অবকাঠামো খাতে বিনিয়োগ চিহ্নিত করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়নের সুপারিশ রয়েছে।

প্রণীত মাস্টার প্ল্যানে পুরো মহানগরীকে ৬টি ক্যাচমেন্ট এলাকায় ভাগ করে প্রতিটি ক্যাচমেন্ট এলাকার পয়োবর্জ্য পরিশোধনে একটি পয়োশোধনাগার (এসটিপি) এবং পুরো শহরের জন্য দুটি ফিক্যাল স্লাজ শোধনাগার স্থাপনের সুপারিশ করা হয়।

এমওএস/এমকেআর

Advertisement